Saturday, April 1, 2023
HomeবিনোদনFILMSAnanya pande latest photoshoot নতুন ফটোশ্যুটে অনন্যা

Ananya pande latest photoshoot নতুন ফটোশ্যুটে অনন্যা

 

Ananya Pandy latest photoshoot নতুন বছরের শুরুতে ফটোশ্যুটে চাঙ্কি কন্যা

প্রাচী, মুম্বই, ইন্ডিয়া নিউজ বাংলা : বলিউডের কিউট ও মোহনীয় নায়িকা অনন্যা পান্ডে। অল্প সময়ে বলিউডে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি । বর্তমানে তিনি ‘লিগার’ ছবির শুটিং-এ ব্যস্ত।

নতুন বছরে, অনন্যা পান্ডে তাঁর চেহারা অনেকটা পরিবর্তন করেছেন। এমনটাই জানাচ্ছে তাঁর সম্প্রতি তোলা ছবি। এই ছবিগুলিতে, অনন্যা পান্ডেকে শকিং মেকওভারে সম্পূর্ণ নতুন স্টাইলে দেখা গেছে। যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। তাঁর এই ছবিগুলি ভক্তরা পছন্দ করছেন।

Ananya Pandey Wallpaper June 2021 3

অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি তাঁর নতুন ছবি শেয়ার করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। এই ছবিতে অভিনেত্রীকে বিকিনি টপে পোজ দিতে দেখা যায়। অভিনেত্রী সর্বশেষ ফটোতে একটি বডিকন পোশাক পরেছেন। যার সাথে বিকিনি টপ লাগানো থাকে। এর পাশাপাশি চুলের রঙও সোনালি করে ফেলেছেন এই অভিনেত্রী। এই ছবিগুলি শেয়ার করার সময় অনন্যা পান্ডে একটি খুব সুন্দর ক্যাপশনও দিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘নতুন বছর, নতুন আমি’

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular