Tuesday, March 21, 2023
HomeবিনোদনFILMSChiranjeevi covid posetive করোনা আক্রান্ত দক্ষিণী তারকা চিরঞ্জীবী

Chiranjeevi covid posetive করোনা আক্রান্ত দক্ষিণী তারকা চিরঞ্জীবী

 Chiranjeevi covid posetive করোনা আক্রান্ত দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। এবার করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। বুুধবার টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা।টুইট করে চিরঞ্জীবী লিখেছেন, ‘প্রিয় সকলে, সমস্ত সতর্কতা অবলম্বন করার পরও আমি করোনা আক্রান্ত। গত রাতে আমার রিপোর্ট পজেটিভ আসে, মৃদু উপসর্গ রয়েছে। নিজেকে বাড়িতে নিভৃতবাসে রেখেছি’। তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাঁরা যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন।

Screenshot 20220126 150711

অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন অনেকে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular