Sunday, June 4, 2023
HomeবিনোদনFILMSDhanush-Aishwaryaa split ঘর ভাঙল রজনীকান্ত কন্যার

Dhanush-Aishwaryaa split ঘর ভাঙল রজনীকান্ত কন্যার

Dhanush-Aishwaryaa split ১৮ বছরের দাম্পত্যে ইতি, ঘর ভাঙল রজনীকান্ত কন্যার

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : সোমবার গভীর রাতে স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানবার কথা ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার ধনুশ। নাগা চৈতন্য ও সামান্থার ডিভোর্সের ধাক্কা সামলে উঠবার আগেই আলাদা হল আরও এক তারকা দম্পতির পথ।    ধনুুশের এই ঘোষণার পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।

Dhanush-Aishwaryaa split টুইটারে বিবৃতি দিয়ে বিচ্ছেদের ঘোষণা

Screenshot 20220118 142128

টুইটারে বিবৃতি দিয়ে দক্ষিণী সুপারস্টার লেখেন , ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্যা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা’।

Dhanush-Aishwaryaa split তাঁদের সিদ্ধান্তকে সন্মান জানানোর অনুরোধ সকলকে

Easier to impre7728

আরও পড়ুন : ৭৭-এ জাভেদ আখতার https://indianewsbangla.com/entertainment/javed-akhtar-birthday/

একই বিবৃতি ঐশ্বর্যও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সঙ্গে তাঁদের ব্যাক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন সকলকে। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন ধনুশ-ঐশ্বর্য। তাঁদের দাম্পত্য জীবন বরাবরই বিতর্কহীন। তবে কেন এই বিচ্ছেদ ?  এই খবরে তোলপাড় দক্ষিণী সিনে জগৎ।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular