Thursday, March 30, 2023
HomeবিনোদনFILMSLata Mangeshkar health update দিদির আরোগ্য কামনা করে পুজো আশা ভোঁসলের

Lata Mangeshkar health update দিদির আরোগ্য কামনা করে পুজো আশা ভোঁসলের

Lata Mangeshkar health update লতা মঙ্গেশকরের আরোগ্য কামনা করে পুজোর আয়োজন  সংগীতশিল্পী আশা ভোঁসলের

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : ৯ জানুয়ারি থেকে অসুস্থ সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। ভর্তি রয়েছেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে। ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনার সামন্য উপসর্গ থাকায় বয়সের কথা মাথায় রেখে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই জানা যায়, নিউমোনিয়ায়় আক্রান্ত বর্ষীয়ান এই শিল্পী । ঝুঁকি না নিয়ে    চিকিৎসকরা ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখার জন্য আইসিইউ-তে দেন সুরসম্রাজ্ঞীকে।

Lata Mangeshker health update ‘ওঁনার আরোগ্য কামনায় প্রার্থনা করুন’

লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি সম্পর্কে বুধবার তাঁর চিকিৎসক প্রতীত সামদানি জানান, ‘উনি এখনও আইসিইউ-তেই রয়েছেন। আমরা সেরাটা দিয়ে চেষ্টা করছি যাতে উনি দ্রুত সেরে উঠেন। ওঁনার আরোগ্য কামনায় প্রার্থনা করুন’।

Lata Mangeshkar health update ভগবান মহাদেবের কাছে প্রার্থনা আশা ভোঁসলের

canva photo editor 20

দিদির দ্রুত আরোগ্য কামনা করে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে। তিনি জানান, ‘লতা দিদি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য আমরা ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করছি।’

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular