Tuesday, March 21, 2023
HomeবিনোদনFILMSMouni Roy Wedding আজ গোয়ায় বিয়ের পিঁড়িতে মৌনি রায়

Mouni Roy Wedding আজ গোয়ায় বিয়ের পিঁড়িতে মৌনি রায়

Mouni Roy Wedding আজ গোয়ায় বিয়ের পিঁড়িতে বঙ্গ সুন্দরী

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। আজ (বৃহস্পতিবার) সাত পাকে বাঁধা পড়ছেন দীর্ঘদিনের প্রেমিক সূরজ নামবিয়ারের সঙ্গে। গোয়ার হিলটন রিসর্টে বসেছে  ডেস্টিনেশন বিয়ের আসর।

নবদম্পতিকে শুভেচ্ছা সকলের

Screenshot 20220127 112820 1

কোচবিহারের মেয়ের বিয়ের খবর গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে। বুধবার প্রাক-বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে তাঁর ফ্যানেদের সঙ্গে হবু বরের পরিচয় করান মৌনি। ছবিতে লাল সালোয়ারে দেখা যায় যাচ্ছে বঙ্গ সুন্দরীকে। ছবিতে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

তোদের খুব ভালোবাসি : মন্দিরা বেদী

Screenshot 20220127 112836

মৌনির ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী মন্দিরা বেদী। এই ছবির কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘ভগবান তোদের দুজনের মঙ্গল করুক, মন আর সুরজ। তোদের খুব ভালোবাসি’।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular