Sunday, June 4, 2023
HomeবিনোদনFILMSNusrat Jahan ফিটনেস ভুলে মিষ্টিমুখ নুসরতের

Nusrat Jahan ফিটনেস ভুলে মিষ্টিমুখ নুসরতের

Nusrat Jahan ফিটনেস ভুলে মিষ্টিমুখ নুসরতের

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : ডায়েট থোড়াই  কেয়ার। মিষ্টিমুখে ব্যস্ত নুসরত জাহান।  বছর শেষ হওয়ার আগেই গোয়াতে ছুটি কাটাতে ব্যস্ত ঈশানের মা ।সঙ্গী অবশ্যই যশ দাশগুপ্ত। এই তারকা জুটি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন গোয়াতে। গোয়াতে ছুটি উপভোগের একাধিক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কখনও সেখানে তাকে দেখা গেছে একগুচ্ছ ফুল নিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন। আবার তাকে দেখা গেল নানা রকম কেক আর মিষ্টি ভর্তি প্লেট হাতে । মিষ্টি হাতে অভিনেত্রী ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে নেটিজেনরা।

360176 yashratgoa

Nusrat Jahan মিষ্টিমুখ নুসরতের

নিজের ফিটনেসের প্রতি বরাবরই খুব সচেতন এই সাংসদ অভিনেত্রী। মা হওয়ার পর খুব তাড়াতাড়ি শরীরচর্চার মাধ্যমে আগের চেহারায় ফিরে এসেছেন তিনি। সম্প্রতি তিনি তাঁর নতুন ছবি ‘স্বস্তিক সঙ্কত’- এর পোস্টার অনুরাগীদের  সঙ্গে ভাগ করে নিয়েছেন   নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular