Saturday, June 10, 2023
HomeবিনোদনRanbir-Alia wedding; রণবীর-আলিয়ার বিয়ের খুঁটিনাটি

Ranbir-Alia wedding; রণবীর-আলিয়ার বিয়ের খুঁটিনাটি

ইন্ডিয়া নিউজ বাংলা

Ranbir-Alia wedding 

কলকাতা; বি টাউনে বেজে উঠেছে সানাইয়ের সুর। রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এমনই খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। বলিউডে রাজকীয় বিয়ে নিয়ে সকাল থেকেই তোলপাড় সংবাদমাধ্যম।

images 1 15

Ranbir-Alia wedding 

বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই। দীর্ঘদিন ধরে চলে আসা জল্পনার অবসান হল আজই। ১৪ এপ্রিল  বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর ও আলিয়া ভাট। বেলা দুটোর সময় শুরু হয়ে গিয়েছে বিয়ের মূল অনুষ্ঠান। টানা প্রায় পাঁচ বছরের ডেটিংয়ের পরে আজ সাত পাকে বাঁধা পড়ছেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর এখন সেই বিয়ের দিকেই।

Capture23654

Ranbir-Alia wedding 

গায়ে হলুদের অনুষ্ঠানের পরে বেলা গড়াতেই একে একে তারকাদের ভিড় জমতে দেখা যায় রণবীর-আলিয়ার পালি হিলের বাস্তুর বাড়িতে। সূত্রের খবর, দুপুর ৩টের সময় বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া। ইতিমধ্যেই সিঁদুর দান শেষ হয়েছে।

Capture75644

Ranbir-Alia wedding

করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায় এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা আর-কে হাউসে পৌঁছেছেন। বুধবারই বাড়িতে আসতে শুরু করেছিলেন অতিথিরা। হাতে গোনা কয়েকজন অতিথি নিয়েই একসঙ্গে পথচলা শুরু করবেন রালিয়া।

Capture 15

Ranbir-Alia wedding 

আলিয়া নিরামিষ খান, সেই কারণে নিরামিষের আয়োজন থাকছে বিপুল। তাকছে পনিরের পদ, থাকছে ডাল মাখানি। এছাড়াও মোট ৫০টি দেশের খাবারের পদ থাকছে। থাকছে চিকেন, মটনেরও আয়োজন। কথা আছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় প্রকাশ্য়ে আসবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিবাহিত এই বিটাউন সেলেব্রিটিকে প্রথমবারের জন্য দেখতে পাবেন সাধারণ মানুষ।

Capture4545144

Ranbir-Alia wedding 

আরও পড়ুন; Benefits Of Buttermilk; গরমে স্বাস্থ্যকর পানীয় বাটারমিল্কের অবিশ্বাস্য উপকারিতা

আরও পড়ুন; Millind Gaba-Priya Beniwal Engagement; মিলিন্দ গাবা-প্রিয়া বেনিওয়ালের বাগদান ও সঙ্গীত

Publish By Abanti Roy

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular