Thursday, June 1, 2023
HomeবিনোদনFILMSRitavori Chakraborty মন খারাপ ঋতাভরীর

Ritavori Chakraborty মন খারাপ ঋতাভরীর

Ritavori Chakraborty মন খারাপ ঋতাভরীর

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: নতুন বছরের শুরুটা একেবারেই ভাল হল না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তীর পর এবার করোনা আক্রান্ত হলেন তাঁর মা শতরূপা সান্যাল। শুক্রবার রাতে ঋতাভরী এক ভিডিও বার্তায় জানান, আর কিছু সময়ের অপেক্ষা। তারপর আমরা 2021 কে বিদায় জানিয়ে 2022 এ পা রাখব। কিন্তু আপনাদের একটা খারাপ খবর দিচ্ছি, দিদির পর এবার আমার মাও করোন আক্রান্ত। নতুন বছরের শুরুটা আমার পরিবারের কাছে খুব কঠিন।

Chitrangada and Sambit

৯  জানুয়ারি চিত্রাঙ্গদা এবং সম্বিতের বিয়ে  ছিল। সেটাও পিছিয়ে দেওয়া হয়েছে। পরিচালক শতরূপা সান্যাল জানান, করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তাঁর মেয়ে এবং হবু জামাই একসঙ্গে বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তারা চান না কোন অতিথি তাদের থেকে নতুন করে সংক্রমিত হোক। অভিনেত্রী ঋতাভরী অতিথিদের কাছে ক্ষমা চেয়ে নেন, যাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিল বিয়ের আমন্ত্রণপত্র।

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular