Sunday, June 4, 2023
HomeবিনোদনFILMSSoham's new moive review সম্পর্কের টানাপোড়েনে সোহম

Soham’s new moive review সম্পর্কের টানাপোড়েনে সোহম

Soham’s new moive review পায়েল না আয়ুষী ? সম্পর্কের টানাপোড়েনে সোহম 

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : সম্পর্কের কথা বলতে, সম্পর্ক নিয়ে গল্প বলতে ভালোবাসেন রাজা চন্দ। সেই সম্পর্কের টানাপোড়েন নিয়েই কথা বলবে পরিচালকের পরের ছবি ‘ হার মানা হার’ । ছবির মুখ্য ভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী, পায়েল সরকার ও আয়ুষী তালুকদার। এর আগেও দর্শকরা পায়েল-সোহম জুটিকে পছন্দ করেছেন।

Soham’s new moive review ছবিতে সিঙ্গল ফাদারের ভূমিকায় সোহম

768 512 13079624 774 13079624 1631792566345

ছবিতে সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করবেন সোহম। তাঁর চরিত্রের নাম বিক্রম। ধনী এবং সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে। ছবিতে মিষ্টি নামে ৮-৯ বছরের মেয়ে রয়েছে তাঁর। মিষ্টি ভীষনভাবে তার মাকে মিস করে। মিষ্টির চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সিলভিয়া দে। মূলত সিলভিয়াকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প।

Soham’s new moive review বিক্রম কী মেনে নেবে মেয়ের ইচ্ছা ?

স্ত্রী মারা যাওয়ায়,মেয়েকে একা হাতে মানুষ করতে হিমশিম খাচ্ছে বিক্রম। বোনের সাহায্য নেয় সে। তাঁর বোন শ্রেয়সী তাঁকে আবার বিয়ে করার পরামর্শ দেয়। প্রথমে রাজি না থাকলেও, পরে মেয়ের কথা ভেবে বিয়েতে রাজি হয় বিক্রম। সেই মত শুরু হয় পাত্রী খোঁজা। এমন সময় বিক্রমের জীবনে আসে বুলবুলি। মিষ্টিও বুলবুলিকে মায়ের মতোই ভালোবাসে। এমন পরিস্থিতিতে কী করবে বিক্রম? এই ভাবেই এগিয়েছে পরিচালক রাজ চন্দর ছবি ‘ হার মানা হার’ এর গল্প।

আরও পড়ুন : আদালতে স্বস্তি পুনমেরhttps://indianewsbangla.com/entertainment/poonam-pandey-relief-in-court/

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular