Friday, June 2, 2023
HomeউৎসবDURGA PUJA NOW UNESCO HERITAGE FESTIVAL, ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেল দুর্গাপুজো।

DURGA PUJA NOW UNESCO HERITAGE FESTIVAL, ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেল দুর্গাপুজো।

 

ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেল দুর্গাপুজো।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দুর্গাপুজোকে। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৬ দেশের উৎসব এখনও পর্যন্ত UNESCO-র স্বীকৃতি পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হল দুর্গাপুজো। ২০০১ সাল থেকে দেশের একাধিক রাজ্যের সংস্কৃতি ও উৎসব নিয়ে একটি সমীক্ষা শুরু করে ইউনেস্কো। সেই সমীক্ষা অনুয়ায়ী হেরিটেজের তালিকায় স্থান দেওয়া হল বাংলার দুর্গাপুজোকে। দেশের অন্যতম এক প্রধান উৎসব এই পুজো।

UNESCO DURGA PUJA HERITAGE

গোটা দেশ থেকে বাঙালি ছাড়াও অন্য ভাষা-ভাষী মানুষ পুজোর সময়ে চলে আসেন এই উৎসব দেখতে। বিশ্বের বিভিন্ন দেশে যেখানেই বাঙালি রয়েছে সেখানেও ছড়িয়ে পড়েছে এই উৎসব। এবছর অগাস্ট মাসে দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিতে ইউনেস্কোর কাছে আবেদন করে রাজ্য সরকার। বছর দুয়েক আগে বাঙালির এই উৎসবকে ‘মেগা ফেস্টিভ্যাল’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। এমনকী,  ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’-র ভাবনা নজর কেড়েছিল UNESCO কর্তাদেরও। তাই গত বছর ফের ইউনেস্কোর দরজায় কড়া নাড়ে রাজ্য পর্যটন দফতর। অবশেষে এল সেই স্বীকৃতি।

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular