Sunday, June 4, 2023
HomeউৎসবAllegations of financial corruption against Postmaster প্রাক্তন পোস্টমাস্টারের 'দুর্নীতি'তে ঘেরাও বর্তমান পোস্টমাস্টার

Allegations of financial corruption against Postmaster প্রাক্তন পোস্টমাস্টারের ‘দুর্নীতি’তে ঘেরাও বর্তমান পোস্টমাস্টার

সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : বদলি হয়ে যাওয়া পোস্টমাস্টারের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল কয়েকশো গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের বড় উদয়পুর পোস্ট অফিসে (Pin Code 721456)। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর্থিক তছরুপের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বর্তমান পোস্টমাস্টার-সহ আধিকারিকরা।

বিক্ষোভকারীদের দাবি তারা দীর্ঘদিন ধরে বড় উদয়পুর পোস্ট অফিসে টাকা জমা দেন। যদি কোনও গ্রাহক এক হাজার টাকা জমা দেন, তাহলে তার পাশ বইতে এক হাজার টাকা জমা হলেও পোস্ট অফিসের খাতায় ৫০০ টাকা দেখানো হয়। প্রতারণার এ খবর চাউর হতেই বৃহস্পতিবার সকালে পোস্ট অফিস খুলতেই গ্রাহকরা বিক্ষোভ দেখাতে থাকে।

Allegations of financial corruption against Postmaster পোস্ট অফিসের খাতায় সঠিক টাকা জমা না হওয়ার অভিযোগ

Post Office 2

প্রতারিত এক গ্রাহক নিমাই চরণ মাইতি বলেন, ‘বিগত পোস্ট মাস্টার বইতে টাকা জমা দেয়নি। এখানে টাকা জমা দিলেও হেড পোস্ট অফিসে টাকা জমা করেননি ওই পোস্ট মাস্টার। এরপর ঘটনার কথা জানালে সমস্ত বই জমা নিয়ে নেওয়া হয়। দীর্ঘদিন কেটে গেলেও কোন সুরাহা হয়নি। পোস্ট অফিসে টাকা সুরক্ষিত আছে কিনা আমরা তাও জানতে পারছি না।’

বর্তমান দায়িত্বে থাকা পোস্টমাস্টার শ্রীলেখা রানা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর দেখি কিছু অ্যাকাউন্টে ব্যালেন্সে গড়মিল আছে। সেই সমস্ত বই সাব-অফিসে পাঠাই ব্যালেন্স চেক করার জন্য। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেই মতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’ যদিও বিগত পোস্টমাস্টারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

———–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular