Thursday, March 30, 2023
HomeINDIAN FOOTBALLISL: Williams breaks fastest goal record ১২ সেকেন্ডে গোল, মহম্মদ আকবরের...

ISL: Williams breaks fastest goal record ১২ সেকেন্ডে গোল, মহম্মদ আকবরের ৪৫ বছরের পুরনো রেকর্ড  ভাঙলেন উইলিয়ামস   

Williams breaks fastest goal record  ১২ সেকেন্ডে গোল, মহম্মদ আকবরের ৪৫ বছরের পুরনো রেকর্ড  ভাঙলেন উইলিয়ামস   

সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ,  বাংলা:   পরপর দু’‌ম্যাচ জয়ের পর হায়দরাবাদ এফসি–র কাছে আটকে গেলেন এটিকে মোহনবাগান। ম্যাচের ফল ১–১। শুরুতেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। সেন্টার হওয়ার পর একটা সেন্টার উড়ে আসে হুগো বোমাসের কাছে। তাঁর ব্যাকহিল ধরে ডান পায়ের দুরন্ত শটে দলকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। শটে এতটাই জোর ছিল হাত লাগিয়েও বাঁচাতে পারেননি হায়দরাবাদ এফসি গোলকিপার।

ভারতীয় ক্লাব ফুটবলে দ্রুততম গোল

ম্যাচের বয়স তখন মাত্র ১২ সেকেন্ড। ভারতীয় ক্লাব ফুটবলে এটাই দ্রুততম গোল।

১৯৭৬ সালে মোহনবাগানের জার্সি গায়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে ১৭ সেকেন্ডে গোল করেছিলেন মহম্মদ আকবর

 

akbar

এর আগে ১৯৭৬ সালে মোহনবাগানের জার্সি গায়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে ১৭ সেকেন্ডে গোল করেছিলেন মহম্মদ আকবর। সেই রেকর্ড ভেঙে দিলেন ডেভিড উইলিয়ামস। একই সঙ্গে আইএসএলেও দ্রুততম গোলের মালিক হয়ে গেলেন। আইএসএলে দ্রুততম গোল করার রেকর্ড এতদিন ছিল জেরি মাওউইমিংথাঙ্গার দখলে। ২০১৮ সালে জামশেদপুর এফসি–র হয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২৩ সেকেন্ডে গোল করেছিলেন জেরি।ম্যাচের ৯০ মিনিটে জেভিয়ার সিভেরিও সমতা ফেরান। ড্র করে ১০ ম্যাচে ১৭ পয়েন্টে শীর্ষে থাকল হায়দরাবাদ এফসি। ১৬ পয়েন্টে তৃতীয় স্থানে এটিকে মোহনবাগান।

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular