ইন্ডিয়া নিউজ বাংলা, লিমা : Plane Crash in Peru পেরুর বিখ্যাত নাজকা লাইনের কাছে ধ্বংস হয়েছে একটি পর্যটক বিমান। এই দুর্ঘটনায় বিমানের দুইজন ক্রু-সহ সাতজন প্রাণ হারিয়েছেন। বিমান দুর্ঘটনার খবর দিয়ে পেরুর পরিবহন মন্ত্রক বলেছে যে এই বিমানটি নাজকা লাইনে ভ্রমণের জন্য পর্যটকদের নিয়ে যাচ্ছিল।

এই প্লেনে কারা ছিল Plane Crash in Peru
তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, এই বিমানটি শহরের একটি বিমানবন্দরের কাছে ধ্বংস হয়। বিমানটির মালিক অ্যারো সান্তোস জানিয়েছেন, বিমানটিতে একজন পাইলট ও একজন সহকারী পাইলট-সহ মোট পাঁচজন পর্যটক ছিলেন। এ ছাড়া ছিলেন দুজন যাত্রী । পরিবহন মন্ত্রক জানিয়েছে যে Cessna 207 একক-ইঞ্জিন এই বিমানটি অ্যারো সান্তোস (Aero Santos) পর্যটন সংস্থার। যেটি বিকেলে নাজকা মারিয়া রেইচে বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।
আরও পড়ুন : Mark Zuckerberg Wealth Decreased : মার্ক জুকারবার্গের আর্থিক সম্পদের রেকর্ড পতন
———–
Published by Subhasish Mandal