Tuesday, March 21, 2023
Homekolkatasaltlake guest house blast : সল্টলেকে গেষ্ট হাউসে বিস্ফোরণ, গুরুতর আহত...

saltlake guest house blast : সল্টলেকে গেষ্ট হাউসে বিস্ফোরণ, গুরুতর আহত এক মহিলা

ইন্ডিয়া নিউজ বাংলা

saltlake guest house blast

কলকাতা : সল্টলেকের একটি  গেষ্ট হাউসে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বিএ ব্লকের ১৪ নম্বর বাড়ির  গেষ্ট হাউসের চারতলার একটি ঘরে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এক মহিলা গুরুতর আহত হন। তাঁকে দরজা ভেঙে উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

bl2

আহত মহিলার নাম সুস্মিতা দাস(৩১) । সোদপুর ঘোলার বাসিন্দা। আজকেই গেস্টহাউস এসেছিলেন। তবে কি কারণে এসেছিল বা মহিলার সঙ্গে আর কেউ ছিল কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা স্থলে বিধান নগর উত্তর থানার পুলিশ ও দমকল।কি থেকে এই বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে।

saltlake guest house blast

আর ও পড়ুন :Hotel fire in New Digha নিউ দিঘায় হোটেলে আগুন, দেখুন ভিডিও

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular