Saturday, June 10, 2023
HomeদেশED Summons Aishwarya Rai Bachchan ঐশ্বর্য রাইকে তলব ইডির

ED Summons Aishwarya Rai Bachchan ঐশ্বর্য রাইকে তলব ইডির

ইন্ডিয়া নিউজ, মুম্বই

 

ED Summons Aishwarya Rai Bachchan ঐশ্বর্য রাইকে তলব ইডির

পানামা পেপার্স মামলায় বিতর্ক পিছু ছাড়ছে না বচ্চন পরিবারের। পানামা পেপার্স মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে সমন পাঠালো ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। ফেমা আইনে তলব করা হয়েছে বচ্চন বধূকে। সূত্রের খবর, ঐশ্বর্যকে সোমবার সকাল ১১টায়  দিল্লির লোকনায়ক ভবনে ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও বিদেশে সম্পত্তি রাখার কারণে দু’বার তলব করা হয়েছিল প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। তখন তিনি তিনি হাজিরার জন্য সময় চেয়েছিলেন। তাই এদিন তাঁকে ফের তলব করে নোটিস পাঠালো ইডি।

 

bachchan rai 3

ED Summons Aishwarya Rai Bachchan কি এই পানামা পেপার্স কাণ্ড?

সূত্রের খবর,পানামা পেপার্স মামলায় ৫০০ জন প্রভাবশালী ব্যক্তির নাম জড়িত। যার একটি পূর্ণঙ্গ তালিকাও তৈরি করেছেন ইডি আধিকারিকরা। কি এই পানামা পেপার্স কাণ্ড? ভারতে কর ফাঁকি দেওয়ার জন্য অনেকেই বিদেশে নিজেদের সম্পত্তি গচ্ছিত রাখেন। আগে সম্পত্তি গচ্ছিত রাখার ব্যাপারে প্রায়ই খবরের শিরোনামে দেখা যেত সুইস ব্যাঙ্কের নাম। এখন সম্পত্তি গচ্ছিত রাখার ব্যাপারে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বিভিন্ন দ্বীপের নাম। পানামা হল তেমনই একটি দ্বীপ। অফশোর কোম্পানির নামে একটি কোম্পানিতে এই দ্বীপে নিজেদের টাকা জমা রেখেছিলেন অনেক ভারতীয়। পানামার একটি লিগ্যাল ফার্ম মোসাক ফনসেকা থেকে অসাবধানতা বসত সেই সমস্ত দলিল ফাঁস হয়ে যায়। যেটি পানামা পেপের্স কেলেঙ্কারি নামে পরিচিত। ওই দলিলের নথি অনুযায়ী দেখা যায় দেশে কর ফাঁকি দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে পানামাতে টাকা সঞ্চয় করে রেখেছেন বচ্চন বধূ। পানামা পেপার্স কাণ্ড ফাঁস হয় ২০১৬ সালে।

amitavED Summons Aishwarya Rai Bachchanকর ফাঁকি দেওয়ার অভিযোগ বিগ বি-র বিরুদ্ধেও

দেশের কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে বিগ বি-র বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে বিদেশে চারটি শেল কোম্পানি গঠনের অভিযোগ রয়েছে। এর মধ্যে তিনটি ছিল বাহামাসে, আর একটি ছিল ভার্জিন দ্বীপপুঞ্জে। ১৯৯৩-এ এগুলো তৈরি করা হয়।

amitavavishekED Summons Aishwarya Rai Bachchan অভিষেক বচ্চনের বয়ান রেকর্ড

মাসখানেক আগে ইডি এর আগে অভিষেক বচ্চনের বয়ান রেকর্ড করে। কারণ এই মামলায় অভিষেকেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিষেক বচ্চনকে একটি কোম্পানির পরিচালক করা হয়েছিল। ঐশ্বর্যকে প্রথমে একটি কোম্পানির ডিরেক্টর করা হয়। পরে তাকে কোম্পানির শেয়ারহোল্ডার ঘোষণা করা হয় বলে সূত্রের খবর।

a2ED Summons Aishwarya Rai Bachchan ৫০০ ভারতীয় জড়িত

পামামা পেপার্সের নথিগুলি বিশ্বজুড়ে কর ফাঁকির ঘটনাকে প্রকাশ্যে এনেছে। এই নথিগুলিতে তাঁদের ব্যবসার উল্লেখ রয়েছে যারা দেশের কর ফাঁকি দেওয়ার জন্য বিদেশে জাল কোম্পানি তৈরি করেছে বলে অভিযোগ। পানামা পেপার্সে দাবি করা হয়, হাজার হাজার মানুষের মধ্যে প্রায় ৫০০ জন ভারতীয়ও রয়েছেন যারা কর ফাঁকির কৌশল অবলম্বন করেছেন।

a3ED Summons Aishwarya Rai Bachchan বিষয়টি নিয়ে তদন্ত চলবে

বিষয়টির গুরুত্বের পরিপ্রেক্ষিতে ভারত সরকার বিষয়টি গভীরভাবে তদন্ত করবে বলে জানিয়েছে। কিন্তু হঠাত করে এই মামলা এত দিন পরে আবার মাথা চাড়া দিয়ে উঠল তা নিয়ে বিস্মিত অনেকেই। তবে ইডি সূত্রে খবর, পানামা পেপার্স নিয়ে তদন্ত চলছিলই। তারই পরিপেক্ষিতে তলব করা হয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীকে।

 

 

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular