Wednesday, March 22, 2023
HomeদেশAmit Shah's Thoughts on Hindi Language ‘দেশের সমস্ত রাজ্যের সরকারি কাজ হোক...

Amit Shah’s Thoughts on Hindi Language ‘দেশের সমস্ত রাজ্যের সরকারি কাজ হোক হিন্দিতে’, অমিত-বচনে ফের প্রতিবাদের ইঙ্গিত দেশজুড়ে

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Amit Shah’s Thoughts on Hindi Language সংবিধান বলছে ভারতে তামিল ভাষার যতটা গুরুত্ব, ঠিক ততটাই গুরুত্ব আছে হিন্দির। তেমনই একইরকম মর্যাদা ধরে সাঁওতালি ভাষা। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ মেনে চলা বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার চায় ভারতের রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি পাক হিন্দি। সংসদের ভাষা কমিটির সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পর সেই বিষয়টি আরও একবার স্পষ্ট হয়ে গেল।

Amit Shahs Thoughts on Hindi Language

ঠিক কী বলেছেন অমিত শাহ? অমিত শাহ বলেছেন, একমাত্র হিন্দি ভাষাই হতে পারে দেশের ঐক্যের প্রতীক। দেশের সমস্ত রাজ্যের সরকারি কাজ হোক হিন্দিতে। হিন্দি হয়ে উঠুক এক রাজ্যের মানুষের সঙ্গে আরেক রাজ্যের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। ইংরেজির জায়গা নিক হিন্দি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দিকে রাষ্ট্র ভাষা করার কথা বলেননি। কিন্তু হিন্দি যদি যোগাযোগের প্রধান মাধ্যম হয়, সমস্ত সরকারি কাজ যদি সেই ভাষাতেই হয়, তবে তা যে রাষ্ট্র ভাষারই নামান্তর হবে তা সহজেই অনুমেয়। Amit Shah’s Thoughts on Hindi Language

view the role of hindi as a unifier

বিজেপির মতাদর্শগত গুরু আরএসএসের স্লোগান‌ই হল হিন্দু-হিন্দি-হিন্দুস্তান। তারা এই স্লোগানের উপর ভর করেই ভবিষ্যৎ ভারতকে দেখতে চায়। এর আগে অমিত শাহ হিন্দিকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে রাজ্যগুলির তীব্র প্রতিবাদের মুখে পড়ে তিনি পিছু হটতে বাধ্য হন। Amit Shah’s Thoughts on Hindi Language

Language

এতে দেশের বেশিরভাগ মানুষের সঙ্গে অবিচার করা হবে। কারণ যে হিন্দিকে এতটা গুরুত্ব দেওয়া হয় তা কেবল উত্তর ভারতের কিছু অংশের মানুষের মাতৃভাষা। বড়জোর দেশের ৩০ থেকে ৪০ কোটি মানুষের মাতৃভাষা হিন্দি। এদিকে বাকি ৯৫ কোটি দেশবাসী অন্য ভাষায় কথা বলেন। তাছাড়া ভারতের বৈশিষ্ট্যই হল বৈচিত্রের মধ্যে মিলন। হিন্দিকে রাষ্ট্রভাষা করলে সেই বৈচিত্র্যই নষ্ট হয়ে যাবে। মৃত্যু ঘটবে ভারত যুক্তরাষ্ট্রের অন্তরাত্মার!

Amit Shah’s Thoughts on Hindi Language

আরও পড়ুন : AAP’s Himachal Pradesh Chief Anup Kesari Join BJP হিমাচল প্রদেশ বিজেপির বড় চমক! গেরুয়া শিবিরে যোগ আপের রাজ্য প্রধান-সহ তিন নেতার

আরও পড়ুন : Allegations of Rape Against Policeman ধর্ষণে অভিযুক্ত পুলিশকর্মী! মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল খড়্গপুর গ্রামীণ থানা

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular