Saturday, June 10, 2023
Homeরাজ্যকলকাতাBy-Poll Results in West Bengal রাজ্যের বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে চলছে ভোটগণনা

By-Poll Results in West Bengal রাজ্যের বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে চলছে ভোটগণনা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: By-Poll Results in West Bengal আসানসোলের দুই উপনির্বাচন কেন্দ্র বালিগঞ্জ এবং আসানসোলে সকাল আটটা থেকে চলছে ভোট ভোটগণনা। দুই কেন্দ্রের বাইরে কড়া নিরপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মোট ১৯ রাউন্ড গণনা হবে। বালিগঞ্জের ভোটগণনা হচ্ছে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে আর আসানসোলের গণনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে।

pti05022021000025b1 981023 1620019935

বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা এই দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী। আসানসোলে মূল লড়াই তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। অন্যদিকে, বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়, বিজেপির প্রার্থী সাংবাদিক কেয়া ঘোষ, সিপিএম প্রার্থী নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম এবং কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামান চৌধুরী।

By-Poll Results in West Bengal

আরও পড়ুন: MP quota banned!  সাংসদ কোটা আর নয়! সুপারিশে হবেনা কাজ, কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি নিষিদ্ধ 

Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular