Monday, May 29, 2023
HomeদেশCovid Vaccination for 6 to 12 years old ৬-১২ বছর বয়সিদের কোভিড...

Covid Vaccination for 6 to 12 years old ৬-১২ বছর বয়সিদের কোভিড টিকাকরণে ছাড় ডিসিজিআই-এর

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Covid Vaccination for 6 to 12 years old এবার ৬ বছর থেকে ১২ বছর বয়সিদের জন্য কোভিড টিকাকরণে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। করোনা মহামারীর চতুর্থ ঢেউয়ের সন্ধিক্ষণে ৬-১২ বয়সিদের টিকাকরণের খবরে স্বভাবতই খুশি অভিভাবকেরা।

covaxin1 1595223129 1603392389

ডিসিজিআই ৬-১২ বয়সিদের জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। ডিসিজিআই গত সপ্তাহেই কোর্বেভ্যাক্সকে অনুমোদন দিয়েছিল। বর্তমানে ৫-১১ বছর বয়সিদের দেওয়া হচ্ছে কোর্বেভ্যাক্স। কিন্তু এবার ৬-১২ বয়সিদের দেওয়া হবে ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকা। Covid Vaccination for 6 to 12 years old

Boy Doctor Shot Vaccine Mask

ডিসিজিআই জানিয়েছে ১৫ দিন অন্তর টিকার সুরক্ষা নিয়ে সমস্ত নথি জমা দিতে হবে ভারত বায়োটেককে। টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে তা জানাতে হবে দ্রুত। আগামী পাঁচ মাস ধরে প্রতিমাসে টিকা সুরক্ষা নথি পেশ করতে হবে ভারত বায়োটেককে। শিশুরা ফের স্কুলমুখী হাওয়ায় আরও বেশি করে শিশুদের ভ্যাকসিনের আওতায় আনা জরুরি বলেই মনে করছেন চিকিৎসকরা।

Covid Vaccination for 6 to 12 years old

আরও পড়ুন: Bagdogra Airport Reopen সংস্কারের পর ফের খুলল বাগডোগরা এয়ারপোর্ট

Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular