Monday, May 29, 2023
HomeদেশHardeep Singh Puri at Rajya Sabha ভারতে পেট্রোলের দাম বেড়েছে মাত্র ৫%,...

Hardeep Singh Puri at Rajya Sabha ভারতে পেট্রোলের দাম বেড়েছে মাত্র ৫%, অন্যদিকে আমেরিকা-ব্রিটেনে ৫০%-এর বেশি: হরদীপ সিং পুরি

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Hardeep Singh Puri at Rajya Sabha ভারতে সাম্প্রতিক জ্বালানির দামবৃদ্ধিকে অন্যান্য দেশের সাথে তুলনা করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। সোমবার রাজ্যসভার সদস্য মহম্মদ আবদুল্লাহর এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী বলেছেন যে, ‘আমার কাছে আমেরিকা, কানাডা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, শ্রীলঙ্কার ডেটা রয়েছে। এই সমস্ত দেশে পেট্রোলের দাম যথাক্রমে ৫০%, ৫৫%, ৫৮%, ৫৫% বেড়েছে। সেখানে ভারতে বেড়েছে মাত্র ৫%।’

Hardeep Singh Puri

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আরও বলেন যে, ‘উপভোক্তাদের যখন স্বস্তি দেওয়ার প্রয়োজন হয়েছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যাক্স লাঘব করেছে। কেন্দ্র উপভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য ৫ নভেম্বর ২০২১-এ জ্বালানির দাম কমিয়েছিল কিন্তু দেশের ৯টি রাজ্য তা মোটেই করেনি।’

পাশাপাশি এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বলেছেন, কেন্দ্র ৪ নভেম্বর থেকে প্রতি লিটারে ডিজেল ১০ টাকা এবং পেট্রোল প্রতি লিটারে ৫ টাকা কমিয়েছে। এর পরিমাপের লক্ষ্যই ছিল অর্থনীতিকে আরও চাঙ্গা করা এবং দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্য করা। অনেক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরবর্তীকালে পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে।’

Hardeep Singh Puri at Rajya Sabha

আরও পড়ুন : Voice of ‘Modi, Modi’ in Lok Sabha ‘মোদি, মোদি’ স্লোগানে লোকসভায় প্রধানমন্ত্রীকে স্বাগত বিজেপি সাংসদদের

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular