ইন্ডিয়া নিউজ, নতুন দিল্লী
India News Manch Asaduddin Owaisi
ইন্ডিয়া নিউজের মঞ্চে আজ উপস্থিত হয়েছিলেন এআইএমআইএম প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। কেন্দ্রীয় সরকারের তিন তালাক আইনের ওপর বক্তব্য রাখতে গিয়ে এই আইনের যৌতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াইসি। ওয়াইসি বলেন, তিন তালাক আইন পাশ করা কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নয়। একইসঙ্গে এই তিন তালাক আইনকে ঐতিহাসিক ভুল আখ্যা দিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেন।
India News Manch Asaduddin Owaisi
ইন্ডিয়া নিউজের মঞ্চে, ওয়াইসি তিন তালাকের বিষয়ে বলেন যে এই আইনটি মুসলিম মহিলাদের বিরুদ্ধে এবং এটি তাদের প্রতি অন্যায়। তিনি বলেন যে তিন তালাক একটি অপরাধ, তবে যে আইনটি পাস হয়েছে তা মুসলিম মহিলাদের সমস্যা আর ও বাড়িয়ে দেবে। তিনি বলেন, তিন তালাকের আইন করা হয়েছে এক শ্রেণীর গোষ্ঠীর জন্য। একই সঙ্গে তিনি জানান সরকার যদি মুসলিম মহিলাদের স্বামীদের ধরে জেলে পুরে দিলেই, সামাজিক অনাচার শেষ হবে না। একইসঙ্গে তাঁর বক্তব্য অল ইন্ডিয়া পার্সোনেল ল বোর্ডের উচিত এই ভুল আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা।