Tuesday, March 21, 2023
Homeরাজ্যকলকাতাLegendary Singer Sandhya Mukhopadhyay Hospitalized ফুসফুসে সংক্রমণ, এসএসকেএমে ভর্তি গীতশ্রী

Legendary Singer Sandhya Mukhopadhyay Hospitalized ফুসফুসে সংক্রমণ, এসএসকেএমে ভর্তি গীতশ্রী

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Legendary Singer Sandhya Mukhopadhyay Hospitalized গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যশস্বী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ফুসফুসের সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের উডর্বান ওয়ার্ডে ভর্তি করা হল তাঁকে। বুধবার সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। লেক গার্ডেন্সের বাড়ি থেকে আজ কিছুক্ষণ আগেই গ্রিন করিডোর করে প্রবীণ শিল্পীকে নিয়ে আসা হয় এসএসকেএমে। ইতিমধ্যেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Legendary Singer Sandhya Mukhopadhyay Hospitalized

নিউমোনিয়ার প্রকোপ রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। বর্তমানে প্রবল শ্বাসকষ্ট রয়েছে শিল্পীর। বাড়ি থেকে অক্সিজেনের সাপোর্ট দিয়েই হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। কোভিড হয়েছে কিনা, তা জানার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে শিল্পীর। নবতিপর এই শিল্পীর অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। শিল্পীর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে ঘনঘন যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। একধিকবার কথা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ের সঙ্গেও।

কয়েকদিন আগে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মান পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করেন। তারপর থেকেই বহু মানুষের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেন তিনি। গতকাল সন্ধ্যা থেকেই প্রবলভাবে শ্বাসকষ্ট শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি হয় শিল্পীর।

আরও পড়ুন : Acid attack in Nadia বিবাহ-বিচ্ছেদের হুমকি দিয়ে টাকার চাপ, জামাইকে অ্যাসিড ‘হামলা’ শ্বশুরবাড়ির

—–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular