Saturday, June 10, 2023
HomeদেশShatrughan Sinha Lead in Asansol ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে...

Shatrughan Sinha Lead in Asansol ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Shatrughan Sinha Lead in Asansol সকাল সকাল স্বামী তথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার জয়ের জন্য আসানসোলে স্থানীয় হনুমান মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করেছিলেন স্ত্রী পুনম সিনহা। পুজো দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন হনুমান জয়ন্তীতে স্বামীর জন্য জয় প্রার্থনা করেছি। পুনমের প্রার্থনা যে হনুমান শুনেছেন তাঁর টের পাওয়া গেল উপনির্বাচনের গণনায়। দল বদলে তৃণমূলে এসে সুপার সাইক্লোন ঘটালেন শত্রুঘ্ন সিনহা। আসনসোলে দশম রাউন্ড শেষে ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

1647623199 3571

আসানসোলে ৩ লক্ষ ২০ হাজার ৭৯০টি ভোট পেয়েছেন শত্রুঘ্ন সিনহা। পাণ্ডবেশ্বর, বারাবনি, রানিগঞ্জ, কুলটি, জামুড়িয়ায় এগিয়ে রয়েছে তৃণমূল। বিহারীবাবুকে সবচেয়ে বড় লিড দিচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। এখানে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা। কেবলমাত্র আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

Shatrughan Sinha Lead in Asansol

আরও পড়ুন: By-Election Update in West Bengal জোড়া উপনির্বাচনে সবুজ ঝড়, বালিগঞ্জ-আসানসোলে এগিয়ে বাবুল-শত্রুঘ্ন, বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামপ্রার্থী

Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular