Sunday, June 4, 2023
HomeবিনোদনFILMSVicky Kaushal বিপাকে ভিকি কৌশল

Vicky Kaushal বিপাকে ভিকি কৌশল

Viki Kaushal বিপাকে অভিনেতা ভিকি কৌশল

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : বিপাকে পড়েছেন ‘উরি’-র অভিনেতা  ভিকি কৌশল।  থানায় অভিযোগও দায়ের হয়েছে অভিনেতার নামে। ইনদওরের বাসিন্দা জয় সিংহ যাদব অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন। জয় সিংহ যাদবের অভিযোগ, তাকে না জানিয়েই তার বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির নতুন ছবিতে।

Screenshot 20220102 1215042

Viki Kaushal বিপাকে অভিনেতা ভিকি কৌশল

সূত্রের খবর,  অভিনেতার বাইকে যে নম্বরটি ব্যবহার করা হয়েছে আসলে সেটি জয়  সিংহ যাদব নামে এক ব্যক্তির । যিনি ইনদওরের  বাসিন্দা। তার অনুমতি   ছাড়া কিভাবে তার বাইকের নম্বর ব্যবহার করলেন ছবির নির্মাতারা? প্রশ্ন   তুলেছেন ওই ব্যক্তি।  সেই বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। আর বিশ্বাস পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রয়োজনে অভিনেতা ভিকি কৌশল এবং ছবি নির্মাতাদেরও ডাকতে পারে পুলিশ।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular