সোমনাথ মজুমদার, ইন্ডিয়া নিউজ বাংলা,বনগাঁ: PM Modi speech on Matua festival সোমবার থেকে শুরু হচ্ছে ঠাকুরনগরের মতুয়া মেলা৷ আর এই মতুয়া মেলায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরু হয়েছে তার প্রস্তুতি ।হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে মতুয়া মেলা উপলক্ষে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷
উত্তর ২৪ পরগনায় ঠাকুরনগর। প্রতিবছর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ধর্মালম্বীদের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শুরু হয় পুণ্যস্নান। গোটা রাজ্য তো বটেই ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও ভক্তেরা আসেন এই বিশেষ স্নানে অংশ নিতে।
PM Modi speech on Matua festival
এই উপলক্ষে কয়েক দিন ধরে মেলার আয়োজন করা হয় ঠাকুরবাড়ি চত্বরে, মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। মেলা উপলক্ষে নিরাপত্তা সহ বিভিন্ন আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে৷ গত দু’বছর করনা মহামারির কারণে শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায় মেলা। বিগত কয়েক বছর মেলা ঘিরে ঠাকুর পরিবারের মধ্যে বিভেদের ছবি প্রকট হয় ৷ এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে, তথাকথিত দুই পক্ষকে এক জায়গায় নিয়ে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মতুয়া মহাসঙ্ঘের কার্যকরী সভাপতি তপন কিরণ মজুমদার৷

ঠাকুর পরিবারের সদস্য, বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন মতুয়াদের আসার জন্য গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে, যার মধ্যে আলিপুরদুয়ার, অসম, উত্তরাখান্ড ,কর্ণাটক,মহারাষ্ট্র থেকেও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আন্দামান থেকে ভক্তদের আনার জন্য জাহাজের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ শান্তনু জানিয়েছেন আবহাওয়া ঠিক থাকলে আন্দামান থেকে জাহাজে করে মতুয়া ভক্তদের আনা হবে খিদিরপুরে। এখান থেকে ভক্তরা চলে আসবেন ঠাকুরনগর ঠাকুরবাড়ি৷

ইতিমধ্যেই মতুয়া মেলার শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানা গেছে আগামী সোমবার ২৯ তারিখ মতুয়া ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী৷
যদিও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন ঠাকুরবাড়ির বৌমা তথা প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর৷ তিনি বলেন, আমার কাছে আসেনি, যদি এসে থাকে ভাল কথা।
PM Modi speech on Matua festival
ঠাকুরের তিথি হিসেবে অনুষ্ঠান হয় আমরা মতুয়া সমাজ থেকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে তিনি সরকারী ভাবে ছুটি ঘোষণা করেছেন। এটা আমাদের কাছে বড় পাওয়া৷
রাজনৈতিক মহলের মতে এই প্রথম নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের মন পেতে এর আগেও ঠাকুরনগর ঠাকুরবাড়ি, বাংলাদেশের ওড়াকান্দিতে গেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে গত বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপির মতুয়া ভোট ব্যাংকে ধস নেমেছে। সামনেই ২০২৪এর নির্বাচন, নির্বাচনের কথা মাথায় রেখে মতুয়াদের সমর্থন ফিরে পেতে এই বিশেষ ট্রেন ও প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়া, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ তবে রাজ্য ও কেন্দ্র সরকারের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মতুয়ারা। মতুয়া ভক্ত অজিত শিল বলেন , আমরা দুটি বিষয়কে ভালভাবে দেখছি, আমাদের লড়াই করা ধর্ম , লড়াই করে আমাদের প্রতিষ্ঠা করেছি ,তাই সরকার আমাদের পাশে দাঁড়াচ্ছে৷
Published by Samyajit Ghosh