Saturday, June 10, 2023
HomePoliceMatuas demand justice হামলার প্রতিবাদে শাস্তির দাবিতে মতুয়াদের বিক্ষোভ, পথ অবরোধ 

Matuas demand justice হামলার প্রতিবাদে শাস্তির দাবিতে মতুয়াদের বিক্ষোভ, পথ অবরোধ 

উষ্ণীষ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা, বারাসাত: Matuas demand justice কাজিপাড়ায় মতুয়াদের উপর হামলার প্রতিবাদে বারাসত চাঁপাডালি মোড় অবরোধ মতুয়া ভক্তদের। মঙ্গলবার বিকালে তাদের এই বিক্ষোভ সমাবেশ করেন।

Screenshot 20220405 213222 WhatsApp

শান্ত্বনা নয়,নজিরবিহীন শাস্তি চাই। ধামাচাপা মানবো না, বিচার চাই বিচার চাই। এই দাবি নিয়ে বারাসত চাঁপাডালি মোড় স্তব্দ্ধ  করে দেয় অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের ভক্তরা। রীতিমত রাস্তায় বসে পরে চলে এই অবরোধ।

Screenshot 20220405 213159 WhatsApp

তাদের দাবি অবিলম্বে কাজিপাড়ার ঘটনায় অভিযুক্তদের শাস্তি দিতে হবে। বারাসত চাঁপাডালি মোড়ে রাস্তায় মতুয়ারা তাদের বাজনা বাজিয়ে নাচ শুরু করে। ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। অবরোধ চলছে,যথেষ্ট উত্তেজনা রয়েছে আন্দোলনকারী মতুয়াদের মধ্যে। বিশাল জমায়েত বারাসত চাঁপাডালি চত্ত্বরে। ৩৫ নম্বর জাতীয় সড়ক,টাকি রোড সম্পুর্ণ স্তব্দ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular