Monday, May 29, 2023
HomePOLITICSMP LOCKET CHATTERJEE MISSING POSTER,  সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিখোঁজ পোস্টার পাণ্ডয়ায়।

MP LOCKET CHATTERJEE MISSING POSTER,  সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিখোঁজ পোস্টার পাণ্ডয়ায়।

সাংসদ “লকেট চট্টোপাধ্যায় নিখোঁজ” পোস্টার পাণ্ডয়ায়।

সাংসদের নিখোঁজ পোস্টার পাণ্ডুয়ায়। পাণ্ডুয়া বিডিও অফিস,পঞ্চায়েত অফিসে ও তেলিপাড়া মোড়ে পোস্টার লাগানো হয়। তবে কারা এই পোস্টার লাগিয়েছে সেটা বোঝা যায়নি। পোস্টারে লেখা নিখোঁজ সাংসদের সন্ধান চাই। বেশ কিছু পোস্টার পাণ্ডুয়ার বিভিন্ন জায়গা লাগিয়েছে।অবশ্য এর দায় কেউ নেয়নি।

 

Capture 5 jpg 2

তৃণমূলের অভিযোগ সাংসদ বহু দিন পাণ্ডুয়া তথা হুগলি জেলায় দেখা যায়নি।

পাল্টা বিজেপির দাবি সংসদে অধিবেশন চলছে তাই তৃণমূল মুর্খের মতো কথা বলছে।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular