All England Open
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: এ যেন কিছুটা বাবার পদাঙ্ক অনুসরণ করে মেয়ের সাফল্যের শিখরের কাছাকাছি যাওয়া। এমন এক জায়গায় যেখানে ব্যাডমিন্টনের সাফল্য পেলে কুলীন হওয়া যায়। হ্যাঁ অল ইংল্যান্ডে সাফল্য পেলে ব্যাডমিন্টনে কুলীন হওয়া যায়। তাই করে দেখালেন পুলেল্লা গোপীচাঁদের মেয়ে গায়ত্রী।

All England Open: পুল্লেলা গোপীচাঁদের মেয়ে গায়ত্রী মহিলা ডাবলসের সেমিফাইনালে, ত্রিসা জলিকে নিয়ে অনন্য নজির অল ইংল্যান্ড ওপেনে
বাবার মতোই অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে নজির করে ফেললেন। বাবা পুল্লেলা গোপিচাঁদ, গায়ত্রী পুলেল্লা গোপিচাঁদ। বাবা পুল্লেলা গোপীচাঁদ ২১ বছর আগে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছিলেন। এ বার মেয়ে গায়ত্রীও অল ইংল্যান্ড থেকে পদক ছিনিয়ে আনতে চলেছেন। তবে বাবা খেলতেন সিঙ্গলসে মেয়ে গায়ত্রী ডাবলসে সাফল্য পেলেন।
All England Open
শুক্রবার অল ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে সঙ্গী ত্রিসা জলিকে নিয়ে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠে গেলেন গায়ত্রী। প্রথম গেমে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিলেন গায়ত্রী ও জলি। সেই সঙ্গে নিশ্চিত করলেন ব্রোঞ্জ পদকও। কোয়ার্টার ফাইনালে তাঁরা ছিটকে দিলেন দ্বিতীয় বাছাই তথা বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী দক্ষিণ কোরিয়ার জুটি সোহী লি এবং সিউন চ্যাং শিংকে। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম বার ভারতের কোনও মহিলা ডাবলস জুটি সেমিফাইনালে উঠলেন। এ ছাড়া, ভারতের আরেক উঠতি তারকা লক্ষ্য সেনও সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।
কোয়ার্টার ফাইনালে যে ভাবে গায়ত্রী-জলি তাঁদের প্রতিপক্ষকে হারিয়েছেন তা অবিশ্বাস্য। প্রথম গেমে ১৪-২১ পয়েন্টে হেরে গিয়েছিলেন এই ভারতীয় জুটি। কিন্তু দ্বিতীয় গেমে লড়াইয়ে ফিরে আসেন গায়ত্রীরা। দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে গেম ২২-২০ পয়েন্টে জেতেন গায়ত্রী ও জলি। ওই সেট জয়ের পরই আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয় গায়ত্রীদের। তৃতীয় গেমে তাঁরা দক্ষিণ কোরীয় জুটিকে ম্যাচে ফিরে আসার কোনও সুযোগ দেননি। চমৎকার বোঝাপড়ায় আগ্রাসী ব্যাডমিন্টন খেলে দক্ষিণ কোরিয়ার জুটিকে হারিয়ে দেন গায়ত্রীরা। চূড়ান্ত গেমটি ২১-১৫ পয়েন্টে জিতে নেন। জয়ের পর তাদের শরীরী ভাষা বলে দিচ্ছিল কতটা লড়াই করেছেন তারা। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে সেই মুহূর্তটি টুইটে প্রকাশ করেছে।
A HUGE upset in the quarter finals!!
The young pair of Jolly & Pullela come from a set down to WIN against the world number 2s ??????
Look at that reaction! ??#YAE22 https://t.co/XhduIeduQz pic.twitter.com/W56ErXTJFK
— ? Yonex All England Badminton Championships ? (@YonexAllEngland) March 18, 2022
All England Open
ভারতের আর এক খেলোয়াড় লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে উঠেছেন। তাঁর প্রতিপক্ষ চিনের লু গুয়াং জু নাম তুলে নেন। সেমিফাইনালে লক্ষ্য মুখোমুখি হবেন লি জি জিয়া বনাম কেন্টো মোমোতা ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। এর আগে বিশ্বের তিন নম্বর অ্যানটসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। ভারতের উঠতি তারকা লক্ষ্য সেন এর আগে ইন্ডিয়া ওপেন জিতে ছিলেন। তারপর গত সপ্তাহেই জার্মান ওপেনের ফাইনালে উঠে ছিলেন।

Published by Samyajit Ghosh