Tuesday, March 21, 2023
HomeখেলাINDIAN CRICKETIPL 2022: SRH vs LSG প্রথম জয়ের লক্ষ্যে হায়দ্রাবাদ, ফর্মে ফেরার লক্ষ্যে...

IPL 2022: SRH vs LSG প্রথম জয়ের লক্ষ্যে হায়দ্রাবাদ, ফর্মে ফেরার লক্ষ্যে লখনৌয়ের রাহুল

সাম‍্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা :IPL 2022: SRH vs LSG ; আইপিএল ম‍্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়েন্টস এই আইপিএলে একটি ম্যাচ জিতলেও সানরাইজার্স হায়দরাবাদ এখনো জয়র সন্ধানে রয়েছে। দলের ব্যাটিং মূলত নির্ভর করছে অধিনায়ক উইলিয়ামসন, নিকোলাস পুরান ও আইদেন মারকরাম এর ওপর। আইপিএলে ভালো কিছু করতে গেলে ভারতীয় ব‍্যাটারদের একটা বড় ভূমিকা থাকে। তেমন কিছু প্রথম ম্যাচে দেখা যায়নি সানরাইজার্স দলের। বোলিং বিভাগে যথেষ্ট শক্তিশালী ভুবনেশ্বর কুমার, নটরাজন, উমরান মালিক রয়েছেন।

ayush badoni 1

অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস হারের পর ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবেই। গত ম্যাচে বড় রানের টার্গেট তাড়া করে তারা জয় পেয়েছে। দলের নতুন তারকা বাদোনি এবং  ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস দুজনেই বিস্ফোরক ব‍্যাটার হিসেবে নিজেদের জাত চিনিয়েছেন। গত ম‍্যাচে দলের জয় এনে দিয়েছিলেন। এছাড়াও টপ অর্ডারের কুইন্টন ডি কক আছেন। তবে অধিনায়ক রাহুল এখনো ছন্দে ফেরেননি। লখনৌ দলের অন্যতম সেরা অস্ত্র উঠতি তারকা স্পিনার রবি বিষ্ণোই।

hyderabad

এই ম্যাচে হায়দ্রাবাদকে প্রথম জয়ের লক্ষ্যে নামতে হচ্ছে। অন্যদিকে লখনৌয়ের পয়েন্ট টেবিল ওঠার দিকে নজর।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular