Wednesday, March 22, 2023
HomeNationalSourav Ganguly's daughter test positive ফের দুঃসংবাদ সৌরভ গাঙ্গুলির পরিবারে, ...

Sourav Ganguly’s daughter test positive ফের দুঃসংবাদ সৌরভ গাঙ্গুলির পরিবারে, সৌরভের কন্যা সানা করোনা আক্রান্ত

Sourav Ganguly’s daughter test positive along with 3 family  members   ফের দুঃসংবাদ সৌরভ গাঙ্গুলির পরিবারে, সৌরভের কন্যা সানা করোনা আক্রান্ত 

সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ,  বাংলা:  ফের একবার দুঃসংবাদ সৌরভ  গাঙ্গুলির পরিবারের। এবার সৌরভের কন্যা সানা গাঙ্গুলি করোনা আক্রান্ত। একইসঙ্গে একইসঙ্গে বাড়ি আরো তিন সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে । এর মধ্যে রয়েছে সৌরভের কাকা এবং খুড়তুতো ভাই । চিকিৎসক ডক্টর সপ্তর্ষি বসু পরামর্শ দিয়েছেন এখন আইসোলেশনে থাকতে হবে সকলকেই । সেইসঙ্গে সেই সঙ্গে ওষুধপত্র ও করোনা বিধি মেনে চলতে হবে।

sourav

উল্লেখ্য ডিসেম্বরের শেষ সপ্তাহে সৌরভের ও ধরা পড়ে চারদিকে হাসপাতালে কাটাতে হয় পরে রিপোর্টে দেখা যায় সৌরভের ডেল্টা ভেরিয়েন্ট ধরা পড়েছে। তবে 31 শে ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ । তিনিও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular