Saturday, June 10, 2023
HomeCrimeAl Qaida and Mujahideen link in Wifi ওয়াইফাই অন করলে আল-কায়েদা ও...

Al Qaida and Mujahideen link in Wifi ওয়াইফাই অন করলে আল-কায়েদা ও ইন্ডিয়ান মুজাহিদিন নেটওয়ার্ক দেখা যাচ্ছে,কোথায় দেখে নিন

অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা:Al Qaida and Mujahideen link in Wifi ; এলাকার ওয়াই ফাই নেটওয়ার্ক অন করলেই দেখা যাচ্ছে দুটি জঙ্গি সংগঠনের নাম। একটি আল কায়দা ও আর একটি হল ইন্ডিয়ান মুজাহিদিন। আর এনিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে হাওড়ার অম্বিকা কুন্ডু বাই লেন এলাকায়। গত এক বছর ধরে এরকমই ঘটনা ঘটে চলেছে।

Screenshot 20220419 232017 WhatsApp

হাওড়া সিটি পুলিশের কমিশনার ও সাইবার ক্রাইম বিভাগকে জানালেও কোনও হেলদোল দেখা যায়নি। এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সৌভিক নাথ জানান,কে বা কারা জঙ্গি সংগঠনের নাম ধরে এই নেটওয়ার্ক কেন বানিয়ে ব্যবহার করছে তা জানা খুবই দরকার। এর কারণ বিভিন্ন জায়গায় অপরাধমূলক কাজ কর্ম বেড়ে চলেছে।

Screenshot 20220419 232840 WhatsApp

বেশ কয়েকমাস আগে নিউটাউনে জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল একটি নামি আবাসনে।পুলিশ অভিযান চালিয়েছিল।হাওড়াতেও কি সেরকম কিছু ঘটনা ঘটতে চলেছে নাকি এনিয়ে বাড়ছে উদ্বেগ। এদিন ঘটনাস্থলে আসে পুলিশ।

Screenshot 20220419 232106 WhatsApp

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular