Monday, May 29, 2023
HomeAccidentArmy firing kill buffalo herd সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হল একাধিক মোষের 

Army firing kill buffalo herd সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হল একাধিক মোষের 

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা:   Army firing kill buffalo herd    সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হল একাধিক মোষের  বুধবার বিকেলে মাল ব্লকের তিস্তার চর এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং এরিয়াতে ঢুকে যায় বেশ কিছু মোষ। আর সেই সময় সেনাবাহিনীর ফায়ারিং এ মারা যায় ১৬ টি মোষ।

Screenshot 20220414 181015 WhatsApp

মৃত মোষের মালিক ভীম দর্জি বলেন, আমার বাড়ি ওয়াসাবাড়ি চাবাগানের কলাগাথি ডিভিশনে। আমি মোষ পালন করেই জীবিকা নির্বাহ করে থাকি। বুধবার  আমার বাড়ির গোয়ালা (রাখাল)বাড়ির ২০ টি মোষ নিয়ে তিস্তার নদীর পাশে চরাতে গিয়েছিল।
তখন মোষগুলো খাস খেতে খেতে সেনাবাহিনীর ফায়ারিং এরিয়ায় চলে যায়।আর তখনই সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে ১৬ টি মোষের মৃত্যু হয়। কোনওক্রমে বেঁচে যায় গোয়ালা।

Screenshot 20220414 181107 WhatsApp
এভাবেই পড়ে থাকতে দেখা যায় মৃত মোষদের

আমার সেনাবাহিনী বা সরকারের কাছে আমার আবেদন, যদি আমাকে কোন ভাবে সাহায্য করে। এব্যাপারে কোথাও কোন অভিযোগ জানায়নি ভীম দর্জি।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular