Friday, June 9, 2023
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাArrest of Miscreants with Firearms ১৪৫ রাউন্ড কার্তুজ ও একটি ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র-সহ...

Arrest of Miscreants with Firearms ১৪৫ রাউন্ড কার্তুজ ও একটি ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Arrest of Miscreants with Firearms সাদা প্লাস্টিকের ব্যাগে মুড়ে ১৪৫ রাউন্ড কার্তুজ ও একটি ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে নরেন্দ্রপুর থানার পুলিশের হাতেনাতে ধরা পড়ে এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম সুব্রত ব্যানার্জি। নরেন্দ্রপুর থানা এলাকার ক্ষুদিরাবাদ থেকে গ্রেফতার করে বারইপুর এসওজি ও নরেন্দ্রপুর থানার পুলিশ।

Screenshot 20220414 162224 WhatsApp

গোপনসূত্রে পুলিশ খবর পায় কলকাতার কসবা এলাকার এক বাসিন্দা কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে নরেন্দ্রপুর থানা এলাকার ক্ষুদিরাবাদ এলাকায় পাচার করতে আসছে। এই খবর পাওয়ার পর সাদা পোশাকের পুলিশ ওখানে সজাগ থাকে। তারপরে সুব্রত ব্যানার্জি একটি সাদা প্লাস্টিকে ওই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলে পুলিশ। গ্রেফতার করে আনে নরেন্দ্রপুর থানাতে। আজ তাকে বারইপুর আদালতে তোলা হয়।

Arrest of Miscreants with Firearms

আরও পড়ুন: Child Missing from Government Home উত্তরপাড়া সরকারি হোম থেকে দুই শিশু নিখোঁজ

Published by Subhasish Mandal 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular