Wednesday, March 22, 2023
Homeরাজ্যAttemped to murder in South 24 Parganas প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে খুনের...

Attemped to murder in South 24 Parganas প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে খুনের ‘চেষ্টা’, ভাঙড়ে গ্রেফতার যুবক

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীকে খুনের চেষ্টার অভিযোগ। পাশাপাশি দুটি চোখ নষ্ট করে দেওয়ারও অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ভাঙড়ের চন্দনেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙা এলাকার ঘটনা। ঘটনায় খোকন বাছার নামে এক যুবককে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ।

Attemped to murder in South 24 Parganas প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে খুনের ‘চেষ্টা’

South 24 Parganas 2 2

আরও পড়ুন : Two Indian returned from Bangladesh সীমান্ত পেরনোর অপরাধ! ১৭ মাস পর ভারতে ফিরল মনসুরের স্ত্রী ও মেয়ে

অভিযুক্ত খোকন প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই তরুণীকে কাশিয়াডাঙা এলাকায় নিয়ে প্রথমে দুটি চোখ নষ্ট করে দেয়। তারপর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। তরুণীর কোনও রকম সাড়া না পেয়ে মারা গেছে ভেবে ফেলে পালিয়ে যায় খোকন। সকালে ওই তরুণীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জয়নগর থানা এলাকায় মেয়েটির বাড়িতে পাঠিয়ে দেয়। সেখান থেকে ওই তরুণীকে প্রথমে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই তরুণী।

——-
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular