Wednesday, March 22, 2023
Homeরাজ্যমালদাBangladeshi trafficker injured in BSF firing in Malda গরু পাচার! মালদায় বিএসএফের...

Bangladeshi trafficker injured in BSF firing in Malda গরু পাচার! মালদায় বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি পাচারকারী

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : বিএসএফের গুলিতে জখম এক বাংলাদেশি পাচারকারী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদা জেলার হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙলডাঙা ও ইটাঘাঁটি গ্রামের মাঝে। বৃহস্পতিবার দুপুরে গুলিতে জখম ওই পাচারকারীকে উদ্ধার করে বিএসএফ প্রথমে বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি পাচারকারী Bangladeshi trafficker injured in BSF firing in Malda

Maldah 1 1

আরও পড়ুন : Giant Stingray fish in South 24 Parganas জালে ১ কুইন্টাল ৫৯ কেজির শঙ্কর মাছ! ২৫ হাজারে বিক্রি মৎস্যজীবীর

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই যুবকের নাম ইউসুফ আহমেদ (২৫)। বাড়ি বাংলাদেশের গোমস্তাপুর থানার রুকুন্দিপুর গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বা পায়ে গুলি লেগেছে। বিএসএফের দাবি, বুধবার গভীর রাতে একদল পাচারকারী নাঙলডাঙা ও ইটাঘাঁটির মাঝের সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। সে সময় বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। সে সময় পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে বিএসএফ পাল্টা গুলি চালালে ওই পাচারকারী জখম হন। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

——-
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular