Thursday, March 30, 2023
Homeরাজ্যপূর্ব বর্ধমানBank robbery in East Burdwan পূর্ব বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি

Bank robbery in East Burdwan পূর্ব বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা:  সাত সকালেই ব্যাঙ্ক খুলতে ভয়াবহ ডাকাতি পূর্ব বর্ধমানের কার্জন গেটে। ৬-৭ জনের দুষ্কৃতী দল দত্ত সেন্টারের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লুটপাট চালায়। মুখ বাঁধা অবস্থায় দুষ্কৃতীদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র এবং পিঠে স্কুলব্যাগ ছিল বলে জানা যায়।

ব্যাঙ্কে ঢুকেই গ্রাহকদের মোবাইল ফোন প্রথমে কেড়ে নেয় দুষ্কৃতীরা Bank robbery in East Burdwan 

আরও পড়ুন : Adhir Chowdhury’s sarcasm about industrial policy ‘এটা বিনিয়োগের নয়, লুটেরাদের রাজ্য’! বাংলার শিল্পনীতি নিয়ে তোপ অধীর চৌধুরীর

সূত্রের খবর, সকালে কার্জন গেটের ওই ব্যাঙ্কে কাজ শুরু হতেই হানা দেয় দুষ্কৃতী দল। তখন হাতেগোনা ১০-১৫ জন গ্রাহক ছিল ব্যাঙ্কের ভেতরে। ব্যাঙ্কে ঢুকেই গ্রাহকদের মোবাইল ফোন প্রথমে কেড়ে নেয় দুষ্কৃতীরা। তারপর ব্যাঙ্ককর্মীদের মারধর করে লুটপাট চালায়। খুব অল্প সময়ের মধ্যেই ডাকাত দলটি লুটপাট চালিয়ে চম্পট দেয়। লুট করে পালানোর সময় ব্যাঙ্কের গেটে তালা দিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়েই ব্যাঙ্কে ছুটে যায় বর্ধমান থানার পুলিশ। পৌঁছায় জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়। পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।

—–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular