Sunday, June 4, 2023
HomeMunicipal PollsBidhannagar Municipal polls বহিরাগত রুখতে তৎপর  বিধাননগর পুলিশ, অবজারভার জ্ঞানবন্ত সিং

Bidhannagar Municipal polls বহিরাগত রুখতে তৎপর  বিধাননগর পুলিশ, অবজারভার জ্ঞানবন্ত সিং

Bidhannagar Municipal polls  বহিরাগত রুখতে  তৎপর  বিধাননগর পুলিশ, অবজারভার জ্ঞানবন্ত সিং

রনিক দত্ত, ইন্ডিয়া নিউজ বাংলা, বিধাননগর: ২০১৫ সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার কোমর বেঁধে নেমেছে বিধাননগর পুলিশ কমিশনারেট।  সেবার বিধাননগরের কমিশনার ছিলেন জ্ঞানবন্ত সিং। ১৩জন আহত হয়েছিলেন সেই নির্বাচনে। সাংবাদিকও ছিলেন তার মধ্যে। এবার সেই জ্ঞানবন্ত সিংকে অবজার্ভার হিসেবে ফিরিয়ে আনা হল। তাই ভোটের আগের দিন বিকেল হতেই ফোর্স বাড়ল বিধাননগরে।

ই এফ আর, এস টি এফ সহ ৪৫০০ বাহিনী মোতায়ন থাকছে বিধাননগরে।
আইজি- সিআইডি অনন্ত কুমারকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি সিপিকে সাহায্য করবেন।
বিধাননগর নির্বাচন পুরোপুরি পর্যবেক্ষণের দায়িত্বে থাকছে জ্ঞানবন্ত সিং, জানিয়ে দিল নির্বাচন কমিশন।

Screenshot 20220211 192132 WhatsApp

Bidhannagar Municipal polls  বহিরাগত রুখতে সকাল থেকেই তৎপরতা

এর আগে বহিরাগত রুখতে সকাল থেকেই তৎপর হয়ে ওঠে বিধাননগর পুলিশ। সল্টলেকের গেস্ট হাউসগুলোতে তল্লাশি অভিযান চলে পুলিশের।

Screenshot 20220211 192408 WhatsApp

রাত পোহালেই বিধাননগর পৌরনিগম নির্বাচন। তার আগেই বিধাননগরে নজরদারি কঠোর করছে বিধাননগর পুলিশ। বিভিন্ন এলাকায় রুট মার্চ, নাকা চেকিং এর পাশাপাশি এবার গেস্ট হাউসগুলিতে তল্লাশি অভিযান চালালো বিধাননগর পুলিশ। বিধাননগরের বাইরে থেকে কেউ গেস্ট হাউসগুলিতে থাকছেন কিনা সেটা খতিয়ে দেখা হয়। হোটেলের রেজিষ্টার, ই ফর্ম খতিয়ে দেখার পাশাপাশি যে সমস্ত গেস্ট রয়েছে তাদের রুমে গিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে বিধাননগর পুলিশ। বহিরাগত রুখতেই এই ব্যবস্থা নিয়েছে বিধাননগর পুলিশ।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular