Saturday, June 10, 2023
Homeওয়েস্ট বেঙ্গলBombing In Front of Beliaghata, Sealdah Booth, 1 Injured বেলেঘাটা, শিয়ালদহে বুথের...

Bombing In Front of Beliaghata, Sealdah Booth, 1 Injured বেলেঘাটা, শিয়ালদহে বুথের সামনে বোমাবাজি,উড়ল একজনের পা

বেলেঘাটা, শিয়ালদহে বুথের সামনে বোমাবাজি, উড়ল ১ জনের পা 

কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতাঃ  লেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ। সেখানকার খন্না হাই স্কুলের সামনে বোমাবাজি চলেছে বলে অভিযোগ বিরোধীদের। আরও অভিযোগ, বেলেঘাটার পাশাপাশি শিয়ালদহেও হয়েছে বোমাবাজি। সেখানকার টাকি স্কুলের সামনে দু’টি বোমা পড়েছে। এর জেরে আহত হয়েছেন এক জন। তাঁর পায়ে আঘাত লেগেছে।

 

সেখানকার টাকি স্কুলের সামনে দু’টি বোমা পড়েছে

 

৩৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রবিকান্ত সিংহ এই বোমাবাজির জন্য আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তিনি বলেছেন, ‘‘কাল থেকেই বহিরাগতরা ঢুকে বসে রয়েছে। আমি পুলিশকে লিখিত অভিযোগ করেছিলাম। সকাল থেকে বুথের সামনে ঘুরছে তাঁরা। বোমার দাগ এখনও রয়েছে।’’ অভিযোগ করার পরও পুলিশ ব্যবস্থা নেই বলে অভিযোগ তাঁর। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

টাকি স্কুলের সামনে বোমার আঘাতে আহত হয়েছেন এক জন। পায়ে আঘাত লেগেছে বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই জায়গাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular