Monday, May 29, 2023
HomeMunicipal PollsBurdwan Municipality  বর্ধমান পুরসভা সহ জেলার সব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান...

Burdwan Municipality  বর্ধমান পুরসভা সহ জেলার সব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা 

 

সঞ্জিৎ সেন, ইন্ডিয়া নিউজ বাংলা, পূর্ব বর্ধমান: সব জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত বর্ধমান পুরসভা সহ জেলার সব পুরসভার চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান ঘোষণা হল। মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান, মেমারি, কাটোয়া, দাঁইহাট ও কালনা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা করেন।

Burdwan Municipality 

Screenshot 20220315 204444 WhatsApp

তার সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু, জেলা সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, বিধায়ক খোকন দাস, নেপাল ঘড়ুই ও নবীন বাগ। তবে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পদের দুই দাবীদার অরূপ দাস ও শিখা সেনগুপ্তকে দেখা যায় নি।
এক ঝলকে গোটা জেলার তালিকা —

বর্ধমান পুরসভা –
*চেয়ারম্যান* – পরেশচন্দ্র সরকার
*ভাইস চেয়ারম্যান* – মৌসুমী দাস

*কাটোয়া পৌরসভা*
*চেয়ারম্যান* – সমীর সাহা
*ভাইস চেয়ারম্যান* – লখীন্দর মন্ডল

*মেমারী পৌরসভা*
*চেয়ারম্যান* – স্বপন বিষয়ী
*ভাইস চেয়ারম্যান* – সুপ্রিয় সামন্ত

*কালনা পৌরসভা*
*চেয়ারম্যান* – আনন্দ দত্ত
*ভাইস চেয়ারম্যান* – তপন পোড়েল

*দাঁইহাট পৌরসভা*
*চেয়ারম্যান* – শিশির মন্ডল
*ভাইস চেয়ারম্যান* – অজিত ব্যানার্জী

*গুসকরা পৌরসভা*
*চেয়ারম্যান* – কুশল মুখার্জী
*ভাইস চেয়ারম্যান* – বেলী বেগম

Published by Samyajit Ghosh

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular