Thursday, March 30, 2023
Homeওয়েস্ট বেঙ্গলCannabis recovered by police, পুলিশ ও এসটিএফ-র যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে...

Cannabis recovered by police, পুলিশ ও এসটিএফ-র যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা,গ্ৰেফতার ৫

সঞ্জিত সেন,পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা, Cannabis recovered by police : রবিবার রাতে পূর্বস্থলী শিবতলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স। এই ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পূর্বস্থলী থানার পুলিশ।

উদ্ধার হয়েছে ৮২৪ কেজি গাঁজা, Cannabis recovered by police 

গোপন সূত্রে খবরের ভিত্তিতে, পূর্বস্থলী থানার পুলিশ ও এসটিএফ অভিযান চালিয়ে পূর্বস্থলীর শিবতলা এলাকা থেকে একটি ১২ চাকার ট্রাক আটক করে পুলিশ। আটক গাড়ি থেকে ৮২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসটিএফ সূত্রে খবর, আটক ট্রাকটি মণিপুর হয়ে পূর্বস্থলীর দিকে আসছিল। এসটিএফ-এর অনুমান পূর্বস্থলী থেকে বর্ধমানের বিভিন্ন জায়গায় পাচার হতো এই গাঁজা।

 

গাঁজা পাচারের ঘটনায় গ্ৰেফতার ৫, Cannabis recovered by police 

ইতিমধ্যে এই ঘটনায় মরণ বালা ও তাঁর ছেলে শুভ বালা সহ আরোও তিন জন মাদক পাচারকারীকে গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি পূর্বস্থলীর শিবতলা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে জড়িত ধৃতরা। মাদক পাচারের অপরাধে এসটিএফ-র অভিযানে এর আগেও মরণ বালা গ্ৰেফতার হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় এই কারবার সে শুরু করে। রবিবার রাতে পুলিশ ও এসটিএফ-র যৌথ অভিযানে আবারও একবার সে পুুুলিশের হাতে ধরা পড়ল।

আরোও পড়ুন : ৫ দিন ধরে নিখোঁজ টোটো চালক, অপহরণের অভিযোগ পরিবারের

 

 

 

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular