Wednesday, March 22, 2023
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাConcrete road in Patharpratima জঙ্গলের বুক চিরে নদীর চরে কংক্রিটের রাস্তা, দুর্ভোগের...

Concrete road in Patharpratima জঙ্গলের বুক চিরে নদীর চরে কংক্রিটের রাস্তা, দুর্ভোগের সুরাহা পাথরপ্রতিমায়

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : জঙ্গলের বুক চিরে নদীর চরে তৈরি হল কংক্রিটের ঢালাই রাস্তা। ভাটার সময় মানুষকে কাদায় নেমে যেতে হত এতদিন। এবার সেই দুর্ভোগের সুরাহা হল পাথরপ্রতিমায়। মহেন্দ্রপুর থেকে লক্ষ্মীপুর খেয়াঘাটের জঙ্গলের ভিতরে নদীর চরে প্রায় ১ কিলোমিটার রাস্তা কংক্রিটের ঢালাই হল বিধায়ক সমীরকুমার জানার উদ্যোগে। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে ভাটার সময় প্রায় ১ কিলোমিটার হেঁটে নৌকাতে উঠতে হলেও খুশি এলাকার মানুষজনেরা।

South 24 Parganas 1 3

দুর্ভোগের সুরাহা পাথরপ্রতিমায় Concrete road in Patharpratima 

আরও পড়ুন : Blast in Khejuri at East Midnapore খেজুরিতে বিস্ফোরণ! মৃত দুই, জখম চার, তদন্তে ফরেন্সিক দল

এতদিন রামগঙ্গা থেকে হেরম্ব গোপালপুর, অচিন্ত্যনগর এবং লক্ষ্মীপুর বিশালাক্ষ্মী মন্দির যাওয়ার জন্য ভাটার সময় মানুষকে কাদায় নেমে যেতে হত। এমনকী ভাটার সময় প্রায় তিন ঘণ্টা নৌকা চলাচল বন্ধ থাকায় বিপদে পড়তে হত নদী পারাপার করা যাত্রীদের। শেষ পর্যন্ত পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানার উদ্যোগে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় ১ কিলোমিটার রাস্তা ঢালাই করা স্বস্তির হাওয়া বয়ে আনল এলাকায়। একই সঙ্গে তৈরি হয়েছে একটি জেটিঘাটও। ইতিমধ্যেই সেই জেটিঘাটের সঙ্গে কাঠের সেতু তৈরি করে ঢালাই রাস্তার সংযোগও করা হয়েছে। দীর্ঘদিনের এই কষ্ট লাঘব হওয়ায় খুশি এলাকার মানুষজন।

——-
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular