ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : সুরাপ্রেমীদের জন্য সুখবর। রাজ্য সরকারে জারি করা কঠোর বিধিনিষেধের তালিকায় বাইরে থাকছে মদের দোকান। করোনা বিরুদ্ধে লড়াইয়ে কাল থেকেই পুরোপুরি বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা সাতটার পর বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। রাত দশটার পর থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ সাধারন যান চলাচল পর্যন্ত। হোটেল রেস্তেরাতে সময় কাটাতে হলে করোনার সব রকম বিধি মানতে হবে। মাস্ক পরা বাাধ্যতামূলকতো থাকছে। পাশাপাশি নির্দিষ্ট দুরত্ব বিধি মানতেই হবে।
সুরাপ্রেমীদের জন্য খোলা থাকছে মদের দোকান Corona guide line on bar and liquor store
তবে রাজ্য সরকার মদের দোকানে কোনরকম লাগাম পরাতে চাইছে না। স্বাভাবিক দোকান বাজার যেমন রাত দশটার মধ্যে বন্ধ করার কথা বলা আছে। মদের দোকান রাত দশটার মধ্যে বন্ধ করতে হবে। শহরের বার রেস্তেরাতে একই নিয়ম লাগু করা হয়েছে।
করোনা প্রথম ঢেউয়ের সময় যদিও মদের দোকান পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল বেশ কিছুদিন। তাতেই সুরাপ্রেমীরা জোর বিপদে পড়েছিলেন। লুকিয়ে চড়া দামে কেউ কেউ নেশা চালানোর চেষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে মদের হোম ডেলিভারি চালু করার পর মুখে হাসি ফুটেছিল সুরাপ্রেমীদের। পাাশাপাশি লকডাউনেে মুখ থুবড়ে পড়া সরকারি কোষাগারে মদের ট্য়াক্সের টাকা কিছুটা হলেও সামাল দিয়েছিল। তাই সুরা পান অর্থনীতি বাঁচানোর প্রাণ বলা যেতে পারে। তাই হতাশা বা আনন্দের জন্য যারা সুরাকে বেছে নিয়েছেন কঠোর বিধিনিষেধের বাঁধনে তাদের আর বেঁধে রাখতে চাইছে না রাজ্য সরকারও।