Monday, May 29, 2023
Homeরাজ্যজলপাইগুড়িCovid vaccination for 12-14 year olds জলপাইগুড়িতে ১২-১৪ বয়সি পড়ুয়াদের কোভিড টিকাকররণ

Covid vaccination for 12-14 year olds জলপাইগুড়িতে ১২-১৪ বয়সি পড়ুয়াদের কোভিড টিকাকররণ

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Covid vaccination for 12-14 year olds ১২ থেকে ১৪ বয়সের ছাত্রছাত্রীদের করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হল জলপাইগুড়ি শহরে।  সোমবার সকাল থেকে জেলা স্বাস্থ্য দফতর ও পুরসভার যৌথ উদ্যোগে পড়ুয়াদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের টিকা দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের সদর মহকুমা শাসক সুদীপ পাল, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ও স্কুলের শিক্ষিকারা উপস্থিতি ছিলেন।

যে সকল ছাত্রীদের টিকা দেওয়া হয় তাদের হাতে কালি দিয়ে বিদ্যালয় সিল দেওয়া হয়েছিল প্রথমে। যদিও কয়েকজন ছাত্রীর হাতে সিল দেওয়ার পরে জেলা প্রশাসন নির্দেশ দেন সিল দেওয়া যাবে না। এরপর আর কোনও ছাত্রীর হাতে সিল দেওয়া হয়নি। ধাপে ধাপে সব স্কুলের ১২-১৪ বয়সের পড়ুয়াদের টিকা দেওয়া হবে বলে জানালেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। তিনি বলেন, ‘টিকার দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে। স্কুল ছুট পড়ুয়াদের কিংবা পিছিয়ে পড়া এলাকার ১২-১৪ বয়সি সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।‘ ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এই কারণে ছাত্রীদের হাতে স্কুলের সিল দেওয়া হচ্ছিল। এখন আর সিল দেওয়া হবে না কারণ ছাত্রীদের নাম ঠিকানা সবটাই রেজিস্ট্রেশনের লেখা থাকছে।’

Covid vaccination for 12-14 year olds

আরও পড়ুন : Political clashes in Amdanga তৃণমূল-আইএসএফ সংঘর্ষ! বোমা-গুলিতে রণক্ষেত্র আমডাঙার কুমারদুনি গ্রাম

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular