Saturday, June 10, 2023
Homeরাজ্যপূর্ব বর্ধমানDead merchants shot by miscreants দুষ্কৃতীদের গুলিতে মৃত ব্যবসায়ী

Dead merchants shot by miscreants দুষ্কৃতীদের গুলিতে মৃত ব্যবসায়ী

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা, Dead merchants shot by miscreants দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হল এক ব্যবসায়ীর। মৃতের নাম হামিদ আলি খান (৪৬)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার ছোট বৈনানের ছাতা দিঘিরকোন এলাকায়। সূত্রের খবর, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বেশ কয়েক জন দুষ্কৃতী হামিদ আলি খানের পথ আটকায় এবং তার সঙ্গে থাকা ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। হামিদ বাধা দিলে দুষ্ক্কৃতীদের সঙ্গে তার ধস্তাধস্তি চলে। ওই সময়ে দুষ্কৃতীরা গুলি চালিয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। ঘটনা জানাজানি হতেই মাধবডিহি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে মাধবডিহি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলা Dead merchants shot by miscreant

রায়না ২ নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি শেখ কলিমুদ্দিন ওরফে বাপ্পা জানান ,মাধবডিহির ছোট বৈনান বাজারে হামিদ আলি খানের একটি কাপড়ের দোকান ও হোলসেল লটারি টিকিটের দোকান রয়েছে। অন্যান্য দিনের মতো রাত ১০ টার পর তিনি দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ব্যবসার টাকার একটি ব্যাগও তার সঙ্গে ছিল। ব্যাগে ২ লক্ষের মত টাকা ছিল।পথে মাধবডিহির ছোট দিঘিরকোন এলাকায় বাইকে চেপে আসা তিন জনের দুষ্কৃতী দল হামিদের পথ আটকে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিতে যায় ।হামিদ বাধা দিলে দুষ্কৃতীরা তার কোমরে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় হামিদ রাস্তায় লুটিয়ে পড়ে । তখন দুষ্কৃৃতীরা হামিদের কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় হামিদকে উদ্ধার করে  বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা হামিদ আলি খানকে মৃত বলে ঘোষনা করেন।

আরও পড়ুন : Died by an army vehicle সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত ১

__

Published by Julekha Nasrin

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular