Wednesday, March 22, 2023
Homeরাজ্যমুর্শিদাবাদDemand for issuance of Article 355 রাজ্যে নৈরাজ্য চলছে, ৩৫৫ অনুচ্ছেদ জারি...

Demand for issuance of Article 355 রাজ্যে নৈরাজ্য চলছে, ৩৫৫ অনুচ্ছেদ জারি করা জরুরি : অধীর চৌধুরী

রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা: Demand for issuance of Article 355 রাজ্যে নৈরাজ্য চলছে। অবিলম্বে ৩৫৫ অনুচ্ছেদ জারি করা জরুরি। না হলে মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে না এ রাজ্যে। বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। হাঁসখালি থেকে  ঝালদা সব বিষয়েই রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন অধীরবাবু।

Screenshot 20220413 182830 WhatsAppহাইকোর্টে বিচারকের বিচারকক্ষকে বয়কট করার তৃণমূলি আইনজীবীদের  ভূমিকার তীব্র সমালোচনা করেন অধীরবাবু। তিনি সিবিআই তদন্ত নিয়েও একটা আশঙ্কা প্রকাশ করেন যে দিদি এবং মোদি যদি সেটআপ হয়ে যায় এ ক্ষেত্রেও। সাম্প্রতিক নির্বাচনে দিদির দল যেভাবে বিজেপি এবং মোদিকে সমর্থন করিয়েছে জিতিয়ে দেওয়ার ব্যাপারে সে প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। রাজ্যে বিচারকদেরকে হুমকির মুখে, ভীতির মুখে ফেলতে চাইছে   তৃণমূলী আইনজীবীরা। যেহেতু বিচারক একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। পরোক্ষভাবে বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছেI Demand for issuance of Article 355

এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি এবং পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন অধীরবাবু। রাজ্যে তৃণমূলের দুটো দল চলছে। দিদির দল আর ভাইপোর দল। প্রকাশ্যে টিভিতে দুই গোষ্ঠীর বিভিন্ন রকম মন্তব্য পাল্টা মন্তব্য দেখা যাচ্ছে বলেও সরব হন বহরমপুরের সাংসদ। হাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রী মন্তব্য ধর্ষকদের উৎসাহিত করছে বলে অভিমত ব্যক্ত করেন তিনিI রাজ্যে ধর্ষণের মিছিল চলছে। সব প্রকাশ্যে আসছে না। তৃণমূলের লোকেরা, তাদের পরিবারের লোকজন সেখানে জড়িয়ে আছে।

Demand for issuance of Article 355

আরও পড়ুন : SSC Recruitment Scandal এসএসসি মামলায় আপাতত স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়, চার সপ্তাহ কোনও জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই, নির্দেশ ডিভিশন বেঞ্চের

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular