ইন্ডিয়া নিউজ বাংলা, বাঁকুড়া : DGP Manoj Malaviya at Bankura কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাও হানার আগাম সতর্কতা জারির পর জঙ্গলমহলজুড়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের ঝটিকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও এই সফর সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য পুলিশের কর্তারা৷ শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশ জেলায় বৈঠকের পর আজ সড়ক পথে বাঁকুড়া পৌঁছন ডিজি মনোজ মালব্য।
এদিন দুপুরে বাঁকুড়া পুলিশ সুপারের দফতরে এসে পৌঁছান তিনি এবং এখান থেকে বিষ্ণুপুর থানার নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন ডিজি মনোজ মালব্য। ডিজির সাথে এদিন উপস্থিত ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ, ডিআইজি (বাঁকুড়া) সুনীল চৌধুরী প্রমুখ। বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে বিষ্ণুপুর থানার নব নির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন পর্বের পর তিনি বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য জেলার পুলিশ আধিকারিক এবং জেলার ওসি ও আইসিদের নিয়ে বৈঠকে যোগ দেন। DGP Manoj Malaviya at Bankura
সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো বাঁকুড়াতেও মূলত মাও প্রভাবিত পাঁচ জেলার সাম্প্রতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা ও মাওবাদীদের গতিবিধি সংক্রান্ত আলোচনা চলে বৈঠকে। কেন্দ্রীয় সংস্থার সতর্কতার পর জেলায় কীভাবে জঙ্গলমহলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায় তার রূপরেখা তৈরি করেন বলে জানা গেছে। বাঁকুড়ার বৈঠক শেষে তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা যায়। DGP Manoj Malaviya at Bankura
বৈঠক থেকে বেরিয়ে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, জেলার সার্বিক পরিস্থিতি এদিন জেলা পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে৷ জেলার সমস্ত পুলিশ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। যদিও মাও সংক্রান্ত কী আলোচনা হয়েছে এদিনের বৈঠকে তা খোলসা করেননি বাঁকুড়ার পুলিশ সুপার।
DGP Manoj Malaviya at Bankura
Published by Subhasish Mandal