Thursday, March 30, 2023
HomeAccidentEve teaser throws woman off board যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগ, চলন্ত ট্রেন...

Eve teaser throws woman off board যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগ, চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলল ২ যুবক

Eve teaser throws woman off board  যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগ, চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলল ২ যুবক

সুরজিত দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, নদিয়া: চলন্ত ট্রেনে মহিলা কামরায় যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। সেই সময় যুবতী ফোন করে বাড়িতে জানানোর সময় ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ।
নদীয়ার রানাঘাট – বনগাঁ শাখার রায়নগর স্টেশনের গতকাল রাতের ঘটনা।
গুরুতর জখম অবস্থায় যুবতী ভর্তি কল্যাণী জে এন এম হাসপাতালে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, কল্যাণীতে একটি বেসরকারি সংস্থায় কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে। সেই সময় মহিলা কামরায় দুজন যুবক ওঠে এবং তাকে উত্ত্যক্ত করে। এরপর ওই যুবতী প্রতিবাদ করলে ওই ঘটনা ঘটায় অভিযুক্তরা।

আহত যুবতীর মা

এই ঘটনায় আবারো ট্রেনে মহিলা কামরায় নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular