Monday, May 29, 2023
Homeরাজ্যনদিয়াFake Blue Light Car Seized ভুয়ো নীলবাতি গাড়ি আটক শান্তিপুরে, পুলিশের জালে...

Fake Blue Light Car Seized ভুয়ো নীলবাতি গাড়ি আটক শান্তিপুরে, পুলিশের জালে চালক

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Fake Blue Light Car Seized ভুয়ো নীলবাতি গাড়ি পুলিশের জালে। শান্তিপুর থানা এলাকায় সন্দেহ হওয়ায় গাড়ি দাঁড় করায় পুলিশ। কোনও সদুত্তর দিতে না পারায় গাড়িটিকে আটক করে পুলিশ। ঘটনায় গ্রেফতার চালক। সূত্রের খবর, গতকাল শান্তিপুর থানার বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি পুলিশগাড়ি টহল দিচ্ছিল। সেই সময় ওই নীলবাতি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে দাঁড় করায় এবং নীলবাতি কী কারণে লাগানো তা জানতে চান গাড়িচালকের কাছে। কিন্তু গাড়িটি কোনও প্রশাসনের নয় এবং কোনও জনপ্রতিনিধিরও নয়। তাহলে কী কারণে গাড়িটিতে নীলবাতি লাগানো রয়েছে তার কোনও সদুত্তর দিতে পারেনি গাড়িচালক।

WhatsApp Image 2022 04 21 at 9.18.57 AM 1

এরপরেই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যেই গাড়ির চালক বরুণ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ওই গাড়ির চালকের বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। তবে ফুলিয়া এলাকাবাসীর দাবি ওই গাড়িটি ফুলিয়ার স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস নামে দুই ভাই দীর্ঘদিন ব্যবহার করত। এই গাড়িটি নিয়ে বেআইনিমূলক বিভিন্ন কাজ করত। তবে এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, ইতিমধ্যেই গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে কোন উদ্দেশ্যে কারা এই গাড়িটি ব্যবহার করত।

Fake Blue Light Car Seized

আরও পড়ুন : Dalit Leader Jignesh Mevani Arrest জিগনেশ মেভানিকে গ্রেফতার করল অসম পুলিশ

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular