Thursday, March 30, 2023
HomePoliceFertilizer black marketing সারের দামে কালোবাজারি রুখতে হানা সরকারি আধিকারিকদের 

Fertilizer black marketing সারের দামে কালোবাজারি রুখতে হানা সরকারি আধিকারিকদের 

Fertilizer black marketing সারের দামে কালোবাজারি রুখতে হানা সরকারি আধিকারিকদের

রণজিৎ দাস,ইন্ডিয়া নিউজ বাংলা, মালদা: সারের দামে কালোবাজারির অভিযোগ পেয়ে তড়িঘড়ি করে একাধিক দোকানে হানা দিলেন সরকারি আধিকারিকরা। কথা বললেন ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষের সঙ্গে। সরোজমিনে সারের মান খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন চাঁচল মহাকুমা কৃষি আধিকারিক অতীন্দ্র মোদক, চাঁচল ১ নং ব্লক কৃষি আধিকারিক দীপঙ্কর দেব, মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন,পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শাহজান আলী সহ অন্যান্যরা। নির্ধারিত দামের চেয়ে কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়া হচ্ছে। এমন অভিযোগ পেয়ে দোকানে হানা দেন সরকারি আধিকারিকরা।

 

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরে শহর সহ গ্রাম্য এলাকার একাধিক দোকানে রাসায়নিক সারের কালোবাজারির অভিযোগ ওঠে। চাষিরা দোকানে সার কিনতে গেলে তাদের কাছ থেকে দ্বিগুন পরিমানে সার বিক্রি করা হচ্ছে। এরকমি অভিযোগ পেয়ে আধিকারিকরা হানা দেয় বিভিন্ন দোকানে।

 

এ ব্যাপারে সরকারি আধিকরিক অতীন মোদক বলেন, সারের কালোবাজারি হচ্ছে কিনা তা দেখতে আমরা সারের দোকানগুলিতে হানা দিই। সারের একটা নির্দিষ্ট রেট আছে। ওই রেটেই মাল কিনবে। যদি কোনও দোকানদার না দেয়, অফিসে কমপ্লেন করবে।’

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular