Saturday, June 10, 2023
HomePoliceHarassment: Junior Doctors on strike চিকিৎসককে মারধর,জুনিয়র ডাক্তার, পড়ুয়া ডাক্তারদের বিক্ষোভ আন্দোলন 

Harassment: Junior Doctors on strike চিকিৎসককে মারধর,জুনিয়র ডাক্তার, পড়ুয়া ডাক্তারদের বিক্ষোভ আন্দোলন 

Harassment: Junior Doctors on strike চিকিৎসককে মারধর,জুনিয়র ডাক্তার, পড়ুয়া ডাক্তারদের বিক্ষোভ আন্দোলন 

সুরজিৎ দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, নদিয়া:  চিকিৎসককে মারধরের জের,কল্যাণী জে এন এম মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ বন্ধ রেখে জুনিয়র ডাক্তার, এন্ট্রান্স সহ মোট শতাধিক পড়ুয়া ডাক্তারদের বিক্ষোভ আন্দোলন।

অভিযোগ সেই সময় কর্তব্যরত চিকিৎসক চড় মারেন এক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে

এরপর রোগীর সঙ্গে আসা জনা ১৫ আত্মীয়-স্বজন ডাক্তারদের আক্রমণ করে এবং মারধর করে বলে অভিযোগ

আজ সকালে দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। আহত ব্যক্তিকে চিকিৎসা করার সময় আহত ব্যক্তি ছটফট করছিল। অভিযোগ সেই সময় কর্তব্যরত চিকিৎসক চড় মারেন এক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে। অভিযোগ এরপর রোগীর সঙ্গে আসা জনা ১৫ আত্মীয়-স্বজন ডাক্তারদের আক্রমণ করে এবং মারধর করে বলে অভিযোগ।

Screenshot 20220204 180141 WhatsApp

এরই প্রতিবাদে চিকিৎসকরা জানিয়েছেন এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। হাসপাতালে নিরাপত্তা নেই। একটা রুটির সঙ্গে ১০ থেকে ১৫ জন কি করে প্রবেশ করল ? নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন ? একজন পুলিশকর্মীর ২৪ ঘন্টা সেখানে ডিউটি থাকার কথা, তারা কোথায় ছিল? হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত না করবেন ততক্ষণ এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে। যদিও তাদের দাবি, পরিষেবা চালু রেখেই এই আন্দোলন চলবে।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular