কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেল দুর্গাপুরের কল্পতরু মেলা। পাঁচ দিন পরে অবশেষে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের। এই মেলা পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছিল। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মেলা চলার কথা ছিল। কিন্তু যেভাবে করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। এদিন ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা এসে মেলা বন্ধের সিদ্ধান্ত নেন। রীতিমতো মাইকিং করে তিনি এবারের মতো কল্পতরু উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।
Published by Subhasish Mandal